যমুনা নদীর তীরবর্তী বিস্তৃত এলাকায় বন‍্যা : দুর্বিসহ অবস্থায় বাসিন্দারা

26th July 2020 9:20 am অনান‍্য
যমুনা নদীর তীরবর্তী বিস্তৃত এলাকায় বন‍্যা : দুর্বিসহ অবস্থায় বাসিন্দারা


শিপলু জামান ( বাংলাদেশ ) :  বাংলাদেশের মানিকগঞ্জে যমুনা নদীর জল বিপদসীমার ৭৬ সেন্টি মিটার উপর দিয়ে প্রাবাহিত হচ্ছে । গত ২৪ ঘন্টায় বাংলাদেশের  মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনা নদীর জল ১১ সেন্টিমিটার বেড়ে তা বিপদ সীমার ৭৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একারণে পদ্মা সহ জেলার অভ্যন্তরীণ নদী- কালিগঙ্গা, ধলেশ্বরী ও ইছামতির জল ও বাড়ছে হু হু করে । তৃতীয় দফায় অব্যাহত জল বাড়ার ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হযেছে। জলবন্দী হয়ে পড়েছে প্রায় ৫ লাখ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ জল , জ্বালানী ও খাদ্য সংকট। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, তবে তা যথেষ্ট নয় বলে জানান বন্যাদুর্গতরা । নদীর জল এর স্রোতে ভাঙন ভয়াবহ আকার ধারন করেছে । বহু বাড়ি , জমি নদীর জলের নীচে চলে গেছে । কবলিত এলাকার বাসিন্দারা অন‍্যত্র চলে যাচ্ছেন বাধ‍্য হয়েই । বালির বস্তা ফেলে ভাঙন রোধে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বাসিন্দারা । কিন্তু জলের গতি যেভাবে বাড়ছে তার জেরে আতঙ্ক বাড়ছে । 





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।